মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
দুর্নীতি, মাদক, সহিংসতা ও নিরাপত্তা নীতিতে সরকারের দুর্বলতার বিরুদ্ধে মেক্সিকোতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে জেন-জিদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ রণক্ষেত্রে পরিণত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে হাজারো মানুষের এই বিক্ষোভে সহিংসতায় আহত হয়েছেন অন্তত ১২০ জন, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তরুণ প্রজন্ম বিক্ষোভ ডাকলেও সেখানে বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ দেখা গেছে। প্রায় কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর হঠাৎই একদল বিক্ষোভকারী হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ বলেন, 'সহিংসতায় প্রায় ১০০ পুলিশ আহত হয়েছেন। ২০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন। ডাকাতি ও হামলার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।'
সহিংসতার মধ্যে এক সংবাদ মাধ্যমের সাংবাদিকের ওপরও হামলার অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড শেইনবাউমের নিরাপত্তা নীতি নিয়ে প্রশ্ন তুলেছে।
সদ্য সংবাদ/এমটি



























