সমাধান নয়, বিশ্বকে আরো জটিলতায় ঠেলে দিলেন ট্রাম্প!
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ ও বিশ্বজুড়ে তৈরি করেছেন আলোড়ন। অভিবাসন নীতিতে কড়াকড়ি, ইউএসএআইডির তহবিল বন্ধ, গর্ভপাত ইস্যুতে কঠোর অবস্থানসহ নানা বিতর্কিত সিদ্ধান্তে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। একইসঙ্গে ইরানে হামলা, ইসরায়েল ও ইউক্রেনকে অস্ত্র সহায়তা, অস্বাভাবিক শুল্কারোপের মতো সিদ্ধান্তে বৈশ্বিক অস্থিরতার দায়ও ঘনিভূত হয়েছে তাঁর ওপর।