জাপানের পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে নামাজ কক্ষ
মুসলিম পর্যটকদের সংখ্যা জাপানে দিন দিন বাড়ছেই। এবার সেই মুসলিম পর্যকটদের স্বাগত জানাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটি। পর্যটকদের ধর্মীয় চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রগুলোতে নামাজের আলাদা কক্ষ তৈরি হচ্ছে। গত এক দশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশে থেকে দ্বিগুণেরও বেশি মুসলিম পর্যটক জাপান ভ্রমণে গেছেন । জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই এসব দেশ থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক গেছেন জাপানে। মুসলিমপ্রধান দেশগুলোতে জাপানের মার্কেটিং, ইয়েনের দরপতন আর বাড়তি সরাসরি ফ্লাইট বাড়তি সুবিধা দিয়েছে জাপানকে।