শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ১৩ নভেম্বর ২০২৫

হাসিনার মানবতাবিরোধী মামলার রায় ১৭ নভেম্বর

হাসিনার মানবতাবিরোধী মামলার রায় ১৭ নভেম্বর
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে ১৭ নভেম্বর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ নির্ধারণ করেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম, মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহমদসহ অন্যান্যরা।

মামলায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। চৌধুরী মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

এর আগে, ২৩ অক্টোবর বিচারকাজ শেষে ট্রাইব্যুনাল জানিয়েছিল, 'রায়ের তারিখ অল্প কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।'

সদ্য সংবাদ/এমটি