শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ১২ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে ফের হামলার ইঙ্গিত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

আফগানিস্তানে ফের হামলার ইঙ্গিত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, গত দুই দিনে ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলা হয়েছে। ওয়ানা ক্যাডেট কলেজে হামলা এবং রাজধানী ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এই হামলাগুলোর পর দেশটিতে উত্তেজনা চরমে পৌঁছেছে।

জিও নিউজের জনপ্রিয় টক শো ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’–এ খাজা আসিফ বলেন, 'পাকিস্তান সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।'

তিনি অভিযোগ করেন, আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। 

আসিফ বলেন, 'তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। তাদের নিন্দা জানানো বিবৃতিগুলো অবিশ্বাসযোগ্য।'

তিনি আরও বলেন, 'ভারত বা আফগানিস্তান কেউ যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান তার সমান জবাব দেবে। তবে পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না। আমাদের ওপর হামলা হলে কঠোরভাবে প্রতিক্রিয়া জানানো হবে।'

ইসলামাবাদের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছেন, 'আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করে সেনাবাহিনী শুধু সীমান্তে লড়ছে, ইসলামাবাদের হামলা তাদের চোখ খুলে দেওয়ার মতো।'

তিনি আরও বলেন, 'সন্ত্রাসবিরোধী এই লড়াই পুরো পাকিস্তানের যুদ্ধ। সেনাবাহিনীর ত্যাগের কারণেই জাতি এখনো নিরাপত্তা বোধ করছে।'

আসিফ আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। 

তিনি বলেন, 'কাবুলের নেতৃত্ব চাইলেই পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদের হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।'

সদ্য সংবাদ/এমটি