পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৫
পাকিস্তানের রাওয়ালপিন্ডির কোয়েটার জারঘুন রোডে ফেডারেল আধা-সামরিক বাহিনী ‘ফেডারেল কনস্ট্যাবুলারি’ (এফসি) সদর দফতরের কাছে আজ মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই তীব্র গুলিবিনিময় শুরু হয়, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। খবর জিও টিভি। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা। ভারতে পৃষ্ঠপোষকতা পাওয়া সন্ত্রাসীরা এফসি সদস্যদের পোশাক পরে একটি বিস্ফোরকভর্তি গাড়ি সদর দফতরের ভেতরে ঢুকিয়ে দেয়। গাড়িটি চালাচ্ছিল আত্মঘাতী হামলাকারী, আর তার সঙ্গে থাকা পাঁচজন সন্ত্রাসী ভবনে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ মোট ছয় সন্ত্রাসী নিহত হয়। এ ঘটনায় অন্তত দুইজন এফসি সদস্য আহত হয়েছেন। এলাকা ঘিরে ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয়।