ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১২
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। আত্মঘাতী হামলাটি দুপুর ১২টা ৩৯ মিনিটে ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রথম অগ্রাধিকার হামলাকারীর পরিচয় শনাক্ত করা, জানিয়েছেন নাকভি। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগের ডা. আদনান জানিয়েছেন, বিস্ফোরণের পর ১২টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং এখন সেগুলো মর্গে স্থানান্তর করা হচ্ছে।