শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

পাকিস্তান

পাকিস্তান

দিল্লিতে হামলার ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ, ইসলামাবাদে হামলায় ভারতকে দায়ী করলেন শাহবাজ শরিফ

দিল্লিতে হামলার ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ, ইসলামাবাদে হামলায় ভারতকে দায়ী করলেন শাহবাজ শরিফ

দিল্লির বিস্ফোরণের বিষয়ে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালবেলায় প্রথম দফার বৈঠকের পর বিকেল তিনটায় দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়। বৈঠকে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক সদানন্দ বসন্ত দাতে, দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলছা। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলীন প্রভাত ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। বৈঠকে বিস্ফোরণের তদন্ত, পরবর্তী রূপরেখা এবং দেশের নিরাপত্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১২

ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। আত্মঘাতী হামলাটি দুপুর ১২টা ৩৯ মিনিটে ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রথম অগ্রাধিকার হামলাকারীর পরিচয় শনাক্ত করা, জানিয়েছেন নাকভি। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগের ডা. আদনান জানিয়েছেন, বিস্ফোরণের পর ১২টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং এখন সেগুলো মর্গে স্থানান্তর করা হচ্ছে।

ভেস্তে গেলো পাক-আফগান শান্তি আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা 

ভেস্তে গেলো পাক-আফগান শান্তি আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান আলোচনা স্থগিত রয়েছে এবং নতুন করে কোনো তারিখ বা প্রোগ্রাম নির্ধারিত হয়নি। শনিবার (৭ নভেম্বর) এই কথা জানান তিনি সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য ডন তাদের প্রতিবেদনেও এ তথ্য জানায়।জিও নিউজের এক অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, আলোচনা এখন “সম্পূর্ণ অচলাবস্থায়” চলে গেছে এবং এটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রয়েছে। গত মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা নিরসনে কয়েক দফায় আলোচনার প্রচেষ্টা চালানো হয়েছিল। বৃহস্পতিবার ইস্তানবুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু উভয় পক্ষই কোনো চুক্তিতে সম্মত হতে পারেনি।

পাকিস্তান থেকে বার্ড ফুডের নামে এল নিষিদ্ধ পপিবীজের চালান

পাকিস্তান থেকে বার্ড ফুডের নামে এল নিষিদ্ধ পপিবীজের চালান

চট্টগ্রাম বন্দরে বার্ড ফুডের আড়ালে বিপুল পরিমাণ পপিবীজের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পাকিস্তান থেকে আমদানি করা এই চালানের ওজন ২৪ হাজার ৯৬০ কেজি। চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) শাখা চালানটি আটক করে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমস জানায়, জব্দ করা পপিবীজের বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) এইচ এম কবির বলেন, ‘সাড়ে ছয় কোটি টাকার পণ্য মাত্র ৩০ লাখ টাকায় মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছিল। যেহেতু পপিবীজ আমদানি-নিষিদ্ধ, তাই এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান সফর করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ইসলামাবাদে অর্থ মন্ত্রণালয়ে দেশটির অর্থ প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি ফ্লাইট চালু, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুর সম্ভাবনা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।