বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

পাকিস্তান

পাকিস্তান

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৫

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৫

পাকিস্তানের রাওয়ালপিন্ডির কোয়েটার জারঘুন রোডে ফেডারেল আধা-সামরিক বাহিনী ‘ফেডারেল কনস্ট্যাবুলারি’ (এফসি) সদর দফতরের কাছে আজ মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই তীব্র গুলিবিনিময় শুরু হয়, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। খবর জিও টিভি। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা। ভারতে পৃষ্ঠপোষকতা পাওয়া সন্ত্রাসীরা এফসি সদস্যদের পোশাক পরে একটি বিস্ফোরকভর্তি গাড়ি সদর দফতরের ভেতরে ঢুকিয়ে দেয়। গাড়িটি চালাচ্ছিল আত্মঘাতী হামলাকারী, আর তার সঙ্গে থাকা পাঁচজন সন্ত্রাসী ভবনে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ মোট ছয় সন্ত্রাসী নিহত হয়। এ ঘটনায় অন্তত দুইজন এফসি সদস্য আহত হয়েছেন। এলাকা ঘিরে ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয়।

হোয়াইট হাউসে ট্রাম্প-শরিফ-মুনির বৈঠক, আলোচ্য বিষয় ঘিরে জল্পনা

হোয়াইট হাউসে ট্রাম্প-শরিফ-মুনির বৈঠক, আলোচ্য বিষয় ঘিরে জল্পনা

ফের একবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তবে এবার তার সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টার কিছু আগে শেহবাজ শরিফ হোয়াইট হাউসে পৌঁছান এবং সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রতিনিধি দলটি সেখান থেকে বেরিয়ে আসে। মার্কিন প্রশাসনের তরফ থেকে বৈঠকের কোনো ছবি প্রকাশ করা হয়নি, যা পাওয়া গেছে তা পাকিস্তানি সাংবাদিকদের সৌজন্যে।