পাক-আফগান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ৫
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। সীমান্তে গোলাগুলির জন্য একে অপরকে দায়ী করছে দুই দেশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুই দেশের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক এই সংঘর্ষের সময় তুরস্কের ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিনিধিদল যুদ্ধবিরতি নিয়ে তৃতীয় দফা আলোচনায় বসেছিলেন। গত ১৯ অক্টোবর কাতারে অস্ত্রবিরতি চুক্তি হলেও সীমান্তে সহিংসতা থামেনি।
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান পাকিস্তান তালেবান (টিটিপি)-এর মতো জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগান তালেবান সরকার দীর্ঘদিন ধরে করা এই অভিযোগ অস্বীকার করে আসছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলা হাসপাতালের এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে চারজন নারী। স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, আলোচনা চলাকালে পাকিস্তানি বাহিনী সীমান্তে হামলা চালায়, যদিও আফগান বাহিনী এখনো কোনো পাল্টা জবাব দেয়নি।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, আফগান দিক থেকেই প্রথমে গুলি ছোঁড়া হয়, যার জবাবে সংযতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় তাদের নিরাপত্তা বাহিনী।
সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সীমান্তে এমন সংঘর্ষ বেড়েছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সদ্য সংবাদ/এমটি



























