রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৪, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৫, ১৩ নভেম্বর ২০২৫

রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা, ১৭ হাজার পুলিশ মোতায়েন

রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা, ১৭ হাজার পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে রাজধানীজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

ডিএমপি জানিয়েছে, সহিংসতা বা নাশকতা রোধে ১৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একইসাথে মাঠে আছে সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের সদস্যরা।

বুধবার (১২ নভেম্বর) রাত থেকেই ঢাকার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চলছে। গাবতলী, যাত্রাবাড়ী, মহাখালী, সাইনবোর্ড ও আব্দুল্লাহপুরে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। সকাল থেকেই শাহবাগ, ফার্মগেট, বাংলামোটর ও কারওয়ান বাজার এলাকায় যৌথ বাহিনীর টহল চলছে।

যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম, দূরপাল্লার বাসও সীমিত। অনেক পরিবহন মালিক নিরাপত্তা ঝুঁকিতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ডিএমপি মুখপাত্র তালেবুর রহমান বলেন, 'রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।'

সদ্য সংবাদ/এমটি