৫৩ বছরে দেশ মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছে: সামান্তা শারমিন
বাংলাদেশে গত ৫৩ বছরে অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থায় এক ধরনের ‘মাফিয়াতন্ত্র’ ও ‘গুন্ডামীতন্ত্র’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সিন্ডিকেট ও দখলদারিত্ব এতটাই প্রভাব বিস্তার করেছে যে এখন কার্যত অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ফার্মগেটের বিএআরসি কনফারেন্স রুমে ‘ন্যাশনাল অ্যাগ্রিকালচারিস্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সামান্তা শারমিন বলেন, 'স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ এখনো ব্রিটিশ ঔপনিবেশিক আইন দিয়ে চলছে। পুলিশ আইন, দণ্ডবিধি, শ্রম আইন থেকে শুরু করে ভূমি আইন—সবই ব্রিটিশ আমলের তৈরি। ফলে জনগণের প্রয়োজন ও বাস্তবতা থেকে উঠে আসা নিজস্ব আইন গড়ে ওঠেনি।'
দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো একচ্ছত্র আধিপত্য, দখলদারিত্ব, চাঁদাবাজি ও গুন্ডামীর মাধ্যমে দেশ পরিচালনা করায় সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির কথা ভাবছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি চাই না; আমরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই।'
তিনি আরও বলেন, 'এমন একটি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে চান যেখানে একজন যোগ্য কৃষকও আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবেন, এবং কৃষক ও কৃষিবিদদের জন্য প্রকৃত গণতান্ত্রিক জায়গা তৈরি হবে।'



























