শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

এনসিপি

এনসিপি

দুই শর্ত পূরণের প্রতিশ্রুতি পেলে জোটে যাবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

দুই শর্ত পূরণের প্রতিশ্রুতি পেলে জোটে যাবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি বা জামায়াত যে কারো সঙ্গেই জোট গঠন করতে পারে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি), তবে সে ক্ষেত্রে বিচার ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকতে হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‌‘বর্তমান পরিস্থিতিতে দেশ এক সংকটকালীন মুহূর্তে রয়েছে। এই অবস্থায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং ভবিষ্যতে তা বাস্তবায়নের অঙ্গীকার করে, তাহলে বিএনপি অথবা জামায়াত—যে কারো সঙ্গে আমাদের জোট হতে পারে।’

এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ-এবি পার্টিসহ জোটে যাচ্ছে ৯ দল 

এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ-এবি পার্টিসহ জোটে যাচ্ছে ৯ দল 

বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ নয়টি দল। জোটের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে চলছে ধারাবাহিক আলোচনা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় ছয়টি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চ বসেছিল। সভায় শুধু আসন্ন জাতীয় নির্বাচন নয়, জুলাই সনদের লক্ষ্য ও গণভোট বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

নাহিদ-নাসীরুদ্দীন-জারা-সারজিসরা কে কোন আসনে লড়বেন!

নাহিদ-নাসীরুদ্দীন-জারা-সারজিসরা কে কোন আসনে লড়বেন!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শীর্ষ নেতাদের প্রার্থিতা নির্ধারণ করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের সদস্য সচিব আখতার হোসেন লড়বেন রংপুর–৪ আসনে, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা–৯, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–১৮, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা–৪, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়–১, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ নোয়াখালী–৬, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা–১৪ এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নরসিংদী–২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।