শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

এনসিপি

এনসিপি

খুলনায় এনসিপির অফিস ভাঙচুর, পাঁচজন আটক

খুলনায় এনসিপির অফিস ভাঙচুর, পাঁচজন আটক

খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় ও সাচিবুনিয়া বাইপাস সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মীরা মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। একই রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র খুলনা জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। রাত ১টার দিকে নগরীর টাইগার গার্ডেনসংলগ্ন কার্যালয়ে একদল দুর্বৃত্ত ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও নষ্ট করে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে দলীয় নেতাকর্মীরা এসে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন।

বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন

বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি এখন চাঁদাবাজি ও মামলাবাজিতেই ব্যস্ত। তিনি বলেন, “শোনা যাচ্ছে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে। এক বছরে টাকার বিনিময়ে সব মামলা তুলে নেওয়া হয়েছে এরই স্বীকৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এক বছরের একমাত্র সফলতা চাঁদাবাজি আর মামলাবাজি, এই সফলতা নিয়েই কি তারা ভোট চাইবেন?” সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির জন্য আমরা সংস্কার চেয়েছিলাম। কিন্তু একটি দল এই প্রক্রিয়া থেকে সরে গেছে। দেশের একটি বড় প্রজন্ম এখন সংস্কার চায়। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, সেটিকে সম্মান জানানো জরুরি।”

হাঁটুতে এমনভাবে মেরেছিল, দুই সপ্তাহ সিজদা দিতে পারিনি: আখতার হোসেন

হাঁটুতে এমনভাবে মেরেছিল, দুই সপ্তাহ সিজদা দিতে পারিনি: আখতার হোসেন

ফ্যাসিস্ট সরকারের দমন–পীড়নের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, প্রথমবার গ্রেফতারের পর পুলিশি নির্যাতনে তার হাঁটুতে এমনভাবে আঘাত করা হয়েছিল যে, দুই সপ্তাহ পর্যন্ত তিনি সিজদা দিতে পারেননি। সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় এক মতবিনিময় সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, `আমার হাঁটুতে তারা এমনভাবে মারছিল যে, পরের প্রায় দুই সপ্তাহ আমি সিজদা দিতে পারিনি। কিন্তু আমরা ভয় পাইনি। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়েই আমরা এগিয়ে গিয়েছি, আল্লাহর ওপর ভরসা রেখেছি।`

‘রাজনীতি হওয়া উচিত সাধারণ নাগরিকদের, যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন’

‘রাজনীতি হওয়া উচিত সাধারণ নাগরিকদের, যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সর্বস্তরের জনগণকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনীতি শুধু ধনী বা ক্ষমতাবানদের বিষয় নয়, এটি সাধারণ নাগরিকদের হওয়া উচিত, যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন। রবিবার রাতে একটি ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, “যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তারা রাজনীতিকে নিজের করে নিন। রাজনীতি কোনো দূরের বিষয় নয়; এটি মানুষের জীবনের দিকনির্দেশনা নির্ধারণ করে, সরকার কীভাবে চলবে, রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে—সবকিছু রাজনীতির মাধ্যমে নির্ধারিত হয়।” তিনি আরও যোগ করেন, “রাজনীতিকে ঘৃণা করার সময় শেষ। রাজনীতি হবে সাধারণ মানুষের, টাকাওয়ালা বা ক্ষমতাবানদের একচেটিয়া সম্পত্তি নয়।”