সংস্কার ছাড়া নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনকালীন সময় নিয়ে তাদের আপত্তি নেই। তবে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে, মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে, গণহত্যায় জড়িতদের বিচার না করে এবং গণপরিষদ নির্বাচন বাদ দিয়ে কেবল নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট আয়োজন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।