এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ-এবি পার্টিসহ জোটে যাচ্ছে ৯ দল
বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ নয়টি দল। জোটের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে চলছে ধারাবাহিক আলোচনা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় ছয়টি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চ বসেছিল। সভায় শুধু আসন্ন জাতীয় নির্বাচন নয়, জুলাই সনদের লক্ষ্য ও গণভোট বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।