রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার আসন থেকে মনোনয়নপত্র নিলেন এনসিপির জোবায়ের

খালেদা জিয়ার আসন থেকে মনোনয়নপত্র নিলেন এনসিপির জোবায়ের
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রচার–প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। এই আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরস্থ এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ২০১৪ সালে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

পড়াশোনার পাশাপাশি জোবায়ের বিভিন্ন সামাজিক ও সংগঠনমূলক কাজে যুক্ত ছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য।

বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সঙ্গে যুক্ত। তার বাবা আমিনুল ইসলাম ও মা রাশেদা আক্তার দুজনেই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

মনোনয়ন সংগ্রহের পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, 'আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলবে। আমি ফেনী-১ আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম নিয়েছি। বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। বগুড়ার আসনটি এনসিপির জন্য ছেড়ে দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আশা করি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।'

সদ্য সংবাদ/এমটি