রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৪, ১২ নভেম্বর ২০২৫

খুলনায় এনসিপির অফিস ভাঙচুর, পাঁচজন আটক

খুলনায় এনসিপির অফিস ভাঙচুর, পাঁচজন আটক
অফিস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এনসিপির নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় ও সাচিবুনিয়া বাইপাস সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মীরা মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।

একই রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র খুলনা জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। রাত ১টার দিকে নগরীর টাইগার গার্ডেনসংলগ্ন কার্যালয়ে একদল দুর্বৃত্ত ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও নষ্ট করে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে দলীয় নেতাকর্মীরা এসে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন।

এনসিপির খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আজই মামলা দায়ের করা হবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লবণচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে ৪০–৫০ জনের একটি দল মশাল হাতে ঝটিকা মিছিল করে। প্রাথমিকভাবে জানা গেছে, খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়।

একই সময় মহানগরীর পাওয়ার হাউস মোড়ে ছাত্রলীগের কর্মীরাও একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮–১০ জন ফেরিঘাট মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করেছিল। স্থানীয়দের সহযোগিতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা-পুলিশ তিনজনকে আটক করে। এর আগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, “১৩ নভেম্বর নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ইউনিফর্ম পরা পুলিশ, সিটিএসবি ও সাদা পোশাকের টিম। এছাড়া মোবাইল টিম ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”