রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:১৩, ৬ নভেম্বর ২০২৫

এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, প্রার্থী হতে লাগবে ১০ হাজার টাকা

এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, প্রার্থী হতে লাগবে ১০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের আবেদন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আয়োজিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান দলটির মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, আবেদন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই আহত, কৃষক, কুলি ও মজুর শ্রেণির প্রার্থীদের জন্য ফর্মের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। অনলাইন ও সরাসরি উভয় উপায়ে কেন্দ্রীয় ও আঞ্চলিক অফিস থেকে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজনীতি করতে চায় এনসিপি। যারা এই লক্ষ্য ও আদর্শে বিশ্বাসী, তাদের কাছ থেকে শুধু নামমাত্র ফি নেওয়া হবে দলীয় কার্যক্রমের ব্যয় নির্বাহে সহায়তার জন্য।’

তিনি জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন ও যাচাই-বাছাই চলবে, আর ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

এনসিপি ৩০০ আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি বা জামায়াত যদি ‘সংস্কার ও বিচার’ প্রশ্নে ঐকমত্যে পৌঁছায়, তাহলে তাদের সঙ্গে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি নাসীরুদ্দীন।

তিনি বলেন, ‘বিচার ও সংস্কারের প্রশ্নে যদি কোনো সমাধান না হয়, তাহলে আমরা কারো সঙ্গেই কোনো জোটে যাব না।’

সম্পর্কিত বিষয়: