কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি, আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া
কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পূর্বের সমন্বয় কমিটি ভেঙে দিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক পদে মুকুল মিয়া ও সদস্য সচিব পদে মাসুম মিয়া কে ৬ মাসের দায়িত্ব প্রদান করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এনসিপি'র কেন্দ্রীয় ভেরিফায়ড ফেসবুক পেজে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটি অনুমোদন করেন এনসিপি'র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন মাহমুদুল হাসান জুয়েল। এছাড়াও রাশেদুজ্জামান তাওহীদ কে ১নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, একই পদে আরও ১০ জনের নাম এসেছে। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে শাহজাহান আলী সুমনসহ ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ ৪ জন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনিকে ১নং সদস্য করে ৩৮ জনকে সদস্য পদে রাখা হয়েছে।
নবগঠিত কমিটিতে ৭ জন নারী সদস্য স্থান পেয়েছেন, এর মধ্যে যুগ্ম সদস্য সচিব পদে জেলা নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসার নামও রয়েছে।
এনসিপি'র নবগঠিত কমিটি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, “নবগঠিত কমিটিতে দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্বের সমন্বয় কমিটির কাজকে মূল্যায়ন করা হয়েছে।”
তিনি আরও জানান, অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আবেদনকারীদের বিভাগীয় পর্যায়ে রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়েছে। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. আতিক মুজাহিদ যোগ করেন, “কমিটিতে পদ-পদবী বড় কথা নয়, এখানে সবাই যোগ্য। আগামী দিনে এই কমিটি কুড়িগ্রামের গণমানুষের পাশে দাঁড়াবে—এই প্রত্যাশা করি।”
সদ্য সংবাদ/ আতিকুর রহমান



























