কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোন ও গবাদি পশু জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৩২ হাজার টাকা। সেই সঙ্গে সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদারর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।