কুড়িগ্রামে তিন বছরের সন্তানের ‘বাবা’!
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র তিন বছরের বড় সন্তানকে পিতা দেখিয়ে বয়স জালিয়াতি করে গ্রাম পুলিশের পদে নিয়োগ নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় সিন্ডিকেট চক্র কোটি টাকার লেনদেন করেছে।
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা হাফিজুর রহমান তাঁর প্রকৃত জন্ম ১৯৮৫ সালে হলেও, বয়স জালিয়াতি করে ২৯ বছর দেখিয়ে গ্রাম পুলিশ পদে নিয়োগ নিয়েছেন। এর ফলে, তাঁর বয়স তাঁর ছেলেকে মাত্র তিন বছরের বড় দেখাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই নিয়োগে অর্থ লেনদেন ছাড়াও পদ পাওয়া সম্ভব নয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি বছরের আগস্ট মাসে মোট ১৯ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়। এক প্রতিবেশী গ্রাম পুলিশ জানিয়েছেন, জনপ্রতি তিন থেকে চার লাখ টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে।
স্থানীয়রা বলছেন, “যোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন এবং টাকার বিনিময়ে চাকুরি দেওয়ায় জনস্বার্থ ক্ষুণ্ণ হয়েছে।”
এই বিষয়ে যাদুরচর ইউনিয়ন চেয়ারম্যান সরবেশ আলী বলেছেন, তিনি জন্ম সনদ ও স্কুল রেকর্ড অনুযায়ী হাফিজুরের নিয়োগ দিয়েছেন, আর্থিক লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদার জানিয়েছেন, কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করা হবে। জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেছেন, বিষয়টি তিনি সম্প্রতি জানতে পেরেছেন এবং খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিচারের দাবি উঠেছে।



























