রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২২, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৪, ১৩ নভেম্বর ২০২৫

কুড়িগ্রাম নাশকতার অভিযোগে গ্রেফতার আ. লীগের ৩৩ কর্মী, জনজীবন স্বাভাবিক

কুড়িগ্রাম নাশকতার অভিযোগে গ্রেফতার আ. লীগের ৩৩ কর্মী, জনজীবন স্বাভাবিক
ছবি: সদ্য সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২০ জনসহ দুই দিনে মোট ৩৩ জন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

‎জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম বলেন, 'নাশকতার অভিযোগে গত দুই দিনে ৩৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।'

সরেজমিনে, শহরের বিভিন্ন রাস্তায় গণপরিবহন ও মালবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়। বাজার, হাট-বাজার, দোকানপাট ও ব্যাংকগুলোতেও বেচাকেনা ও লেনদেন স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

‎জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, 'জেলার সব রুটেই পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন খাতসহ কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রভাব পড়েনি।'

‎দুপুর ২টা পর্যন্ত জেলায় কোথাও কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার মানুষ দৈনন্দিন কাজকর্ম ও স্বাভাবিক জীবনযাত্রায় ব্যস্ত সময় পার করছেন।

আতিকুর রহমান/এমটি

সর্বশেষ