রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ১১ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার

কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার

কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীরের ওপর থাকা বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গতকাল সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমা প্রার্থনা এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।