রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ১১ নভেম্বর ২০২৫

রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে মের্সাস এমএএম ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ গণমাধ্যমকে বলেন, “২০১৩ সালের ইটভাটা স্থাপন আইনের ৮ ধারায় হাসপাতাল, বিদ্যালয়সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনার ১ কিলোমিটার এর মধ্যে ইটভাটা স্থাপনকে অবৈধ হিসেবে গণ্য করা হয়েছে। অথচ রাজারহাটের ‘মের্সাস এমএএম ব্রিকস’ নামক ইটভাটাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাত্র ৩০০ মিটার এবং একটি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে অবস্থিত থাকা সত্ত্বেও ইটভাটাটি বহাল তবিয়তে ফসলী জমি নষ্ট করে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, সদস্য হামিদুল ইসলাম, সুজন রহমান ও রওশন আহমেদ।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, “স্মারকলিপি পাওয়া গেছে, এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পর্কিত বিষয়: