রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ৭ নভেম্বর ২০২৫

‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না জুলাই সনদে: নাহিদ ইসলাম

‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না জুলাই সনদে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জনগণ যেগুলো বলবে, সেগুলোই বাস্তবায়িত হবে। আশা করি খুব দ্রুতই জুলাই সনদের ভিত্তিতে আমরা নির্বাচনের পথে এগোতে পারব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাব সবাই।’

তিনি বলেন, 'আগামী সংসদ এবং যে সংস্কার পরিষদ গঠন হবে, সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবী সকলে অংশীদার হবেন। জুলাই সনদের লক্ষ্য এভাবেই বাস্তবায়িত হবে। আর, এখনকার দাবি–দাওয়া গণভোটের মাধ্যমে পূরণ করতে হবে।'

জুলাই সনদের অর্ডার দেওয়ার প্রক্রিয়া ড. মুহম্মদ ইউনুসের হাতে থাকা উচিত বলে মত দেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘যারা গণঅভ্যুত্থানের অংশীদার ছিলেন, তাদের সবার সংসদে যাওয়ার সুযোগ থাকা উচিত। নতুন সংসদ ও সংস্কার পরিষদ নতুন সংবিধান নিয়ে কাজ করবে। শিক্ষকদের অংশগ্রহণ সেখানে অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টি এই দিকটি নিশ্চিত করার চেষ্টা করবে।’

সদ্য সংবাদ/এমটি