এনসিপি হারিয়ে যাইনি, দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণমাধ্যমই আমাদের শেষ ভরসা, আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, সাংবাদিকরাই ভরসা। আমরা হারিয়ে যাইনি, আমরা দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছি’। তিনি বলেন, ‘এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে। আমাদের সঙ্গে যাদের মতাদর্শ মিলে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।