বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০০, ২২ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে এটি জরুরি বলেও মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, 'আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, বর্তমান কমিশন অনিরপেক্ষ ও অস্বচ্ছ। সাংবিধানিক দায়িত্ব হিসেবে যেভাবে তাদের কাজ করা উচিত, তা তারা করছেন না। কিছু দলের প্রতি কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, আবার কিছু দলের প্রতি তারা অসুলভ। আমরা এ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি।'

জুলাই সনদ সম্পর্কেও নাহিদ ইসলাম বলেন, 'এনসিপি চায় না যে এটি শুধুমাত্র একটি কাগজের স্বাক্ষর হিসেবে থেকে যাক। প্রধান উপদেষ্টাকে নির্দেশ দিতে হবে যে, জুলাই সনদকে কিভাবে সাংবিধানিক রূপ দেওয়া হবে। সনদ বাস্তবায়নের পদ্ধতি স্পষ্ট হলে তখনই এনসিপি স্বাক্ষর করবে।'

শাপলা প্রতীক সংক্রান্ত বিষয়ে এনসিপি নেতারা নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ তুলে বলেন, 'নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পাওয়ার দায় কমিশনের, যা প্রভাবিত ও পক্ষপাতমূলক আচরণের পরিচয় বহন করছে।'

বিকাল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ