অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে: ব্যারিস্টার ফুয়াদ

‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যাওয়া লাগতে পারে’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থদের দায় এড়ানোর সুযোগ নেই, আর এ ব্যর্থতার দায়ে শীর্ষে রয়েছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকাকালীন সময়ে জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা দেখা দিয়েছে। দেশের জনগণ এখন উদ্বিগ্ন। নির্বাচন কমিশনের চেয়ে বেশি অনাস্থা এখন নিরাপত্তাব্যবস্থার ওপর। জনগণ মনে করে, প্রশাসন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়।'
তিনি বলেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর বিচারপ্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, যা রাষ্ট্রীয় ন্যায়বিচার ব্যবস্থার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে।'
তিনি আরও বলেন, 'আইনের শাসন যদি প্রভাবশালীদের হাতে বন্দি হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার আর অবশিষ্ট থাকবে না।'
ফুয়াদ বলেন, 'অপরাধের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তা, পরিবহন ব্যবসায়ী কিংবা যেই হোক না কেন, সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। কিন্তু দুঃখজনকভাবে কিছু প্রভাবশালী অপরাধীকে জেলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রীয় নীতির পরিপন্থী। এবি পার্টি জনগণের অধিকারের রাজনীতি করে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য সম অধিকার ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে চায়।'
তিনি বলেন, 'আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আইন সবার জন্য সমান হবে—অপরাধীর পরিচয় নয়, অপরাধই হবে বিচারযোগ্য।'
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, 'এবি পার্টি রাজনীতি করছে মানুষের অধিকার ফেরানোর জন্য। যারা দুর্নীতিকে ঢাল বানিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ এখন পরিবর্তন ও জবাবদিহি চায়। রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ না করলে আগামী নির্বাচনও বিতর্কিত হয়ে পড়বে। এবি পার্টি চায় একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।'
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান মাহবুব, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ রংপুর মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সদ্য সংবাদ/এমটি