বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:৫৮, ২২ অক্টোবর ২০২৫

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে সরকারকে সত্বর তত্ত্বাবধায়ক আদলে যেতে হবে: আমীর খসরু

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে সরকারকে সত্বর তত্ত্বাবধায়ক আদলে যেতে হবে: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চলে যেতে হবে। তিনি আরও বলেছেন, বিতর্কিত ব্যক্তিদের সরকার থেকে সরিয়ে দেওয়া জরুরি, যাতে আগামী নির্বাচনে সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন আমীর খসরু। সভার আয়োজন করেছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

আমীর খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারই আগামী নির্বাচনের দায়িত্ব পালন করবে, তাই এখনই তাদের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চলে যাওয়া প্রয়োজন। তিনি বলেন, “সরকারকে কেয়ারটেকার মুডে চলে যেতে হবে, যাতে তারা পুরোপুরি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে।”

তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তির কারণে সরকারের পদায়ন ও বদলি প্রভাবিত হচ্ছে। সেক্ষেত্রে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে বা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তারা থাকলে সরকার নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তিনি এ সংক্রান্ত কার্যক্রম সংবিধান অনুযায়ী পরিচালিত করার ওপর জোর দেন।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা নিয়েও তিনি সতর্ক করেন। তিনি বলেন, “রাস্তায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক নয়। যারা ক্ষমতায় ফিরতে চায়, তাদের সব দাবিদাওয়া নিয়ে জনগণের সামনে নির্বাচনের মাধ্যমে বিচার হওয়া উচিত।”

বিএনপি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তরের পক্ষে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “যাঁরা বিতর্কিত, তাঁরা চলে গেলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে এবং জনগণের কাছে পরিষ্কার বার্তা পৌঁছাবে।”

সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার কন্যা রিটা রহমান, মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীর প্রমুখ।

সর্বশেষ