বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৪, ২৩ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজ ও উকিল গোষ্ঠীর লোকজন একে অপরের সঙ্গে জড়ায়। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা বন্ধ থাকে।

সংঘর্ষে উভয় পক্ষ টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। ইটপাটকেল ছোড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে উকিল গোষ্ঠীর সদস্য সাদ্দাম আজিজের সঙ্গে আক্তারের বিবাদ থেকে উত্তেজনা তৈরি হয়। বিকেলে শালিশ বসলেও রাতের সংঘর্ষ ঠেকানো যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্যের কারণে উত্তেজনা ছিল। পুলিশ ও যৌথ বাহিনীর উদ্যোগে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।

সর্বশেষ