বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ২২ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি: সদ্য সংবাদ

সিরাজগঞ্জের কামারখন্দে শামীম শেখ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদী ছাইফুল ইসলাম। প্রকৃত আসামীদের গ্রেপ্তার না করে মামলার বাদীর মেয়ে রেশমা খাতুনকে আটক দেখিয়ে রিমান্ডে এনে নির্যাতনের অভিযোগও করেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

মামলার বাদী ছাইফুল ইসলাম বলেন, 'আমার ছেলে হত্যার সাথে জড়িত ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করতে চাইলেও কামারখন্দ থানা পুলিশ মামলা নেয়নি। পুলিশ বলে অজ্ঞাত আসামী দিয়ে মামলা করেন। পরে এই মামলায় আমার মেয়ে রেশমা খাতুনকে আটক করে ডিবি পুলিশ।'

তিনি আরও বলেন, 'কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার এসিআই ফুড লি. এর কর্মকর্তাদের বাঁচাতে আমার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। আমার মেয়েকে আটকের পর রিমান্ডে এনে নির্যাতন করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমার ছেলে হত্যা মামলায় যারা জড়িত ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার না করে আমার মেয়েকে গ্রেপ্তার করে। তারা মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। ডিবি পুলিশ বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করছে। আমার আরেক মেয়ে শিল্পী খাতুন ও নাতি তানভীর এবং বড় ছেলেকেও গ্রেপ্তারের হুমকী দিচ্ছে পুলিশ। তাদের বিভিন্ন সময় হুমকী দেওয়া হচ্ছে। এসিআই ফুড লি: এর সিকিউরিটি গার্ড ও এডমিনকে বাঁচাতে আমার মেয়েকে গ্রেপ্তার করে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলাটি সুষ্ট ভাবে তদন্ত করে প্রকৃত আসামীদের গ্রেপ্তার ও আমার মেয়েকে মুক্তির দাবী জানাচ্ছি।'

উল্লেখ্য, গত ২ জুলাই দুপুরে কামারখন্দ উপজেলার কুটিরচর শাটিবাড়ী গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শামীম শেখ ইছামতি নদীতে গোসল করার জন্য বাড়ী থেকে বের হয়। এর পর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজির পর গত ৪ জুলাই ভদ্রঘাট এলাকার এসিআই ফুড লি: এর টিনের বাউন্ডারী সংলগ্ন ডোবায় কচুরি পানার ভিতর থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পিতা ছাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শুভ সেখ/এমটি

সর্বশেষ