বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ২২ অক্টোবর ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে জাবিপ্রবি শিক্ষার্থীরা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে জাবিপ্রবি শিক্ষার্থীরা

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) এক বর্ণাঢ্য মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মূল ফটকে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জাগো বাহে, কোনঠে সবাই’ এবং ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

কাজী মো. ইসমাঈল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় সতেরশো হেক্টর জমি পুনরুদ্ধার সম্ভব হবে। এর মাধ্যমে তিস্তা অঞ্চলের দীর্ঘদিনের ভোগান্তি সম্ভাবনায় রূপ নেবে। তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, আর উত্তরবঙ্গ বাঁচলে বাংলাদেশও বাঁচবে।’

লিটন আকন্দ বলেন, ‘তিস্তায় কৃষিযোগ্য বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধার হলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। ২০২৪-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য আর মেনে নেওয়া হবে না।’

উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে কেন্দ্র করে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক জনসচেতনতা ও আন্দোলন জোরদার হয়েছে। শিক্ষার্থীদের এই মশাল মিছিল সেই দাবিরই প্রতিধ্বনি হিসেবে প্রতিফলিত হয়েছে।

সদ্য সংবাদ/ ফারিয়াজ ফাহিম

সর্বশেষ