বাংলাদেশ এখন ভূ-রাজনীতির জটিল ফাঁদে আটকা পড়েছে: এম এ আজিজ

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, বাংলাদেশ এখন ভূ-রাজনীতির একটি জটিল ফাঁদে আটকা পড়েছে। তিনি মনে করেন, যতক্ষণ না বিদেশি শক্তি বিশেষ করে আমেরিকা ও ভারত নিজেদের লক্ষ্য পূরণ করছে, ততক্ষণ দেশে শান্তি আসবে না।
বুধবার (২২ অক্টোবর) ‘তৃতীয় মাত্রা’ টকশোতে তিনি বলেন, আইসিটি মামলা পরিচালনার ফলে দেশের ১৫ জন সিনিয়র অফিসারের চাকরি চলে গেছে। এতে আর্মি, যা দেশের সার্বভৌমত্বের প্রতীক, দুর্বল অবস্থায় পড়েছে। তিনি অভিযোগ করেন, সরকার ও ট্রাইব্যুনাল নিজেদের সুবিধা মতো আইন প্রয়োগ করছে এবং সাবজেল ব্যবস্থার মাধ্যমে অভিযুক্তদের নিয়ন্ত্রণ করছে।
এম এ আজিজ আরও বলেন, ডিজিএফআই ও হোম মিনিস্ট্রির কর্মকর্তারা প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছেন এবং তাদের রেসপন্সিবিলিটি রয়েছে। কিন্তু মামলা শুরু হতেই দায়িত্বশীল সিনিয়র অফিসারদের চাকরি বাতিল করে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এটিকে আর্মির স্বাধীনতা এবং দেশীয় নিরাপত্তার ওপর প্রভাব বিস্তার হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, আইসিটি মামলা পরিচালনা করে সরকার আর্মিকে “জিরো” অবস্থায় আনতে চাচ্ছে, যাতে কোনো প্রতিবাদী কণ্ঠ না থাকে। আইসিটি প্রক্রিয়া ঘিরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।