এখন আর কেউ মাস্টারমাইন্ড হতে চাচ্ছেন না: রনি

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, এখন আর কেউ আন্দোলনের মাস্টারমাইন্ড হওয়ার দায় নিতে বা কৃতিত্ব দাবি করতে চান না। এক সময় যাঁরা আন্দোলনের পেছনের কৌশল ও নেতৃত্বের দাবিদার ছিলেন, এখন তাঁরা সেসব সম্পর্ক থেকে নিজেদের সরিয়ে নিতে মরিয়া।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি।
রনি বলেন, 'এখন কেউ যদি বলে, আপনি মাস্টারমাইন্ড, সে সঙ্গে সঙ্গে বলবে—খোদার কসম, আমি কোনোদিন মাস্টারমাইন্ড ছিলাম না।'
তিনি বলেন, 'আপনি যদি ড. মুহাম্মদ ইউনূসের কাছে গিয়ে বলেন, স্যার আপনি কি মাস্টারমাইন্ড ছিলেন? উনি বলবেন, খোদার কসম, আমি না। আপনি বলেছিলেন ম্যাটিকুলাস। তিনি বলবেন, তাই নাকি? ম্যাটিকুলাস মানে কী? আমি তো বুঝি না।'
রনি আরও বলেন, 'আন্দোলনের শুরুতে সবাই কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। প্রথম দুই-তিন মাস সবাই বলেছে আমি নেতা, আমার নির্দেশে হয়েছে, আমি টাকা দিয়েছি, আমার পরিকল্পনায় আন্দোলন সফল হয়েছে। তখন সবাই চেয়েছিল নিজেদের ভূমিকাকে বড় করে দেখাতে। এখন পরিস্থিতি উল্টো। এখন আর কেউ সেই ক্রেডিট নিতে চায় না। সবাই বলছে, আমি কিছুই জানতাম না।'
সদ্য সংবাদ/এমটি