শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:২৭, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩৭, ৯ অক্টোবর ২০২৫

এখন আর কেউ মাস্টারমাইন্ড হতে চাচ্ছেন না: রনি

এখন আর কেউ মাস্টারমাইন্ড হতে চাচ্ছেন না: রনি
ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, এখন আর কেউ আন্দোলনের মাস্টারমাইন্ড হওয়ার দায় নিতে বা কৃতিত্ব দাবি করতে চান না। এক সময় যাঁরা আন্দোলনের পেছনের কৌশল ও নেতৃত্বের দাবিদার ছিলেন, এখন তাঁরা সেসব সম্পর্ক থেকে নিজেদের সরিয়ে নিতে মরিয়া।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে  এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি।

রনি বলেন, 'এখন কেউ যদি বলে, আপনি মাস্টারমাইন্ড, সে সঙ্গে সঙ্গে বলবে—খোদার কসম, আমি কোনোদিন মাস্টারমাইন্ড ছিলাম না।'

তিনি বলেন, 'আপনি যদি ড. মুহাম্মদ ইউনূসের কাছে গিয়ে বলেন, স্যার আপনি কি মাস্টারমাইন্ড ছিলেন? উনি বলবেন, খোদার কসম, আমি না। আপনি বলেছিলেন ম্যাটিকুলাস। তিনি বলবেন, তাই নাকি? ম্যাটিকুলাস মানে কী? আমি তো বুঝি না।'

রনি আরও বলেন, 'আন্দোলনের শুরুতে সবাই কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। প্রথম দুই-তিন মাস সবাই বলেছে আমি নেতা, আমার নির্দেশে হয়েছে, আমি টাকা দিয়েছি, আমার পরিকল্পনায় আন্দোলন সফল হয়েছে। তখন সবাই চেয়েছিল নিজেদের ভূমিকাকে বড় করে দেখাতে। এখন পরিস্থিতি উল্টো। এখন আর কেউ সেই ক্রেডিট নিতে চায় না। সবাই বলছে, আমি কিছুই জানতাম না।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ