আ.লীগ দূর থেকে মুচকি হাসছে : রনি
সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে আওয়ামী লীগ দূর থেকে মুচকি হাসছে। তার মতে, বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রনি বলেন, ধর্মকে হাতিয়ার করে রাষ্ট্রক্ষমতা দখল, নির্বাচনে জয়লাভ, মানুষের আবেগ জাগানো, অনুভূতি তৈরি এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, মামুনুল হকের খেলাফত মজলিস, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন কিংবা জামায়াত সবাই তাদের প্রচার ও প্রোপাগান্ডায় ধর্মকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে।