বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি

লন্ডন থেকেই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, অত্যন্ত লজ্জাকর: গোলাম মাওলা রনি

লন্ডন থেকেই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, অত্যন্ত লজ্জাকর: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন, ড. ইউনূসের সঙ্গে লন্ডনে আওয়ামী লীগের যে আচরণ হয়েছে, তা দেশের জন্য অত্যন্ত লজ্জাকর। বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিওতে তিনি বলেন, ‘লন্ডনে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করছে। পরিস্থিতি এমন যে মনে হচ্ছে, লন্ডন থেকেই মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’ রনি আরও উল্লেখ করেন, লন্ডনে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও বিভিন্ন ঘটনা সম্পর্কিত প্রেক্ষাপট রয়েছে। তিনি জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সমর্থক বুদ্ধিজীবীদের আন্দোলনের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানান। সেই সময়ই শেখ মুজিব নিজে গাড়ির দরজা খুলে দিয়েছিলেন ও বন্ধ করেছিলেন।