দেশের রাজনীতিতে শেখ হাসিনা আতঙ্ক বাড়ছে: গোলাম মাওলা রনি
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ঘিরে আতঙ্ক দিন দিন বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তার মতে, কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার সত্ত্বেও শেখ হাসিনা কিংবা তার দল ভীত নয়, বরং আরও সংগঠিত হচ্ছে।
সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমশ বাড়ছে। একই সঙ্গে আওয়ামী লীগ সম্পর্কেও মানুষের ভয় এবং আশঙ্কা সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। দলের বহু শীর্ষ নেতা জেলে, প্রতিদিনই বিভিন্ন স্তরের নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন, তবুও সংগঠনটিকে দমন করা যাচ্ছে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। তাকে দমন করা যাচ্ছে না, তার কার্যক্রমও বন্ধ করা যাচ্ছে না। তিনি তার সংগঠনকে সংগঠিত করছেন, অথচ আমরা কোনোভাবে সেই প্রবাহকে থামাতে পারছি না। প্রতিদিন গ্রেপ্তার অভিযান চালালেও আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে বলে মনে হচ্ছে না। শেখ হাসিনা ভীত নন, এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।’
দিন দিন আওয়ামী লীগের রাজনৈতিক উপস্থিতি বাড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দিনের পর দিন তাদের কার্যক্রম, দাপট, মিছিলের পরিমাণ ও অংশগ্রহণ বাড়ছে। এত কিছু সত্ত্বেও শেখ হাসিনা থামছেন না।’
শেখ হাসিনার বয়সের প্রসঙ্গ টেনে গোলাম মাওলা রনি বলেন, ‘৭৯ বছর বয়সেও শেখ হাসিনা যেভাবে হুমকি ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তা শুধু রাজনৈতিক মহলেই নয়, সারা দেশের মানুষের মনে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলেছে।’



























