স্বপ্ন বুনন প্রজেক্টের উদ্যোগে নারীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা
চট্টগ্রামে স্থানীয় কমিউনিটির অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের ক্ষমতায়নে 'স্বপ্ন বুনন' প্রজেক্টের উদ্যোগে হাতের কাজভিত্তিক দক্ষতা বাঁড়াতে উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) প্রজেক্টের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্ন বুনন টিমের সদস্যরা জানান, সম্প্রতি এলাকায় দু’দিনব্যাপী পরিচালিত সার্ভেতে দেখা যায়, কমিউনিটির বহু নারী ঘরের কাজের বাইরে পর্যাপ্ত সময় পেলেও আয়মুখী কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পান না। সেই চাহিদা বিবেচনায় আজকের এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন ধরনের হাতের কাজ শিখেছেন। প্রাথমিক পর্যায়ে তাদের কাজের মান ও আগ্রহ পর্যবেক্ষণের অংশ হিসেবে সীমিত হারে প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হয়েছে। নির্দিষ্ট সময় পর অংশগ্রহণকারীদের তৈরি পণ্য সংগ্রহ করে বাজারজাত করবে স্বপ্ন বুনন টিম, এবং বিক্রিত পণ্যের সম্পূর্ণ লাভ তাদের হাতে তুলে দেওয়া হবে।
সম্পূর্ণ উদ্যোগটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করছেন প্রজেক্টের সদস্যরা: মো. আসাদুজ্জামান, পায়েল দেবনাথ, নাদিম উদ্দিন নাঈম, মুহাম্মদ রাহাত উদ্দিন আখন্দ, শেফায়েতুল ইসলাম, সৌমি দাস ভূমি এবং চন্দনা ত্রিপুরা।
স্বপ্ন বুনন টিমের লক্ষ্য, কমিউনিটির নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করে তাদের আত্মনির্ভরশীল ও শক্তিশালী ভূমিকা প্রতিষ্ঠা করা।
এবাদুল হক/এমটি



























