শাড়ি নিয়ে বাকবিতণ্ডার জেরে হবু বরের হাতে খুন নববধূ
স্বামী–স্ত্রীর সম্পর্কে সামান্য ঝগড়া স্বাভাবিক হলেও বিয়ের আগ মুহূর্তে এমন ঝগড়া যে প্রাণঘাতী হতে পারে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে। বিয়ের মাত্র এক ঘণ্টা আগে শাড়ি ও টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে হবু বরের হাতে খুন হয়েছেন এক নববধূ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায়, শনিবার ভাবনগর শহরের প্রভুদাস লেকের কাছে টেকরি চকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সোনি হিম্মত রাঠোর এবং অভিযুক্ত সাজন বারাইয়া দেড় বছর ধরে একসঙ্গে বসবাস করছিলেন। তাঁদের বাগদান হয়েছিল এবং বিয়ের বেশির ভাগ আনুষ্ঠানিকতাও সম্পন্ন ছিল। সেদিন রাতেই তাঁদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল।
পুলিশ জানায়, শাড়ি ও টাকা নিয়ে তর্ক থেকে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগের মাথায় সাজন লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করেন এবং পরে তাঁর মাথা দেয়ালের সঙ্গে সজোরে ঠুকে দেন। এতে ঘটনাস্থলেই সোনির মৃত্যু হয়। হত্যার পর সাজন বাড়িতে ভাঙচুর করে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট আর আর সিংঘল বলেন, পরিবারের আপত্তি সত্ত্বেও যুগলটি দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছিল। বিয়ের ঠিক আগে ঘটে যাওয়া ঝগড়াই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সোনির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনায় তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সাজন এক প্রতিবেশীর সঙ্গেও ঝগড়ায় জড়িয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল।



























