আ.লীগের পক্ষে ফেসবুক স্ট্যাটাস, পরীক্ষা দিতে এসে আটক ইবি শিক্ষার্থী
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে পরীক্ষা চলাকালীন অবস্থায় তাকে আটক করে ক্যাম্পাস–স্থ ইবি থানায় সোপর্দ করা হয়। আটক শিক্ষার্থী আকিব মাসুদ ইবির ব্যবস্থাপনা বিভাগের স্নাতক ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, সকাল ৯টা থেকে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদের তৃতীয় তলায় ৪র্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন। বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করতে ভবনের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে তারা পরীক্ষার হল থেকে তাকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা আকিবকে উদ্ধার করে বিভাগের সভাপতির কক্ষে নিয়ে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রক্টরিয়াল বডি তাকে থানায় সোপর্দ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, আকিব নিয়মিত ফেসবুকে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। তিনি আওয়ামী লীগকে ‘একত্রিত করার চেষ্টা’ করছেন বলেও অভিযোগ করা হয়। এছাড়া আকিব পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলেও দাবি করেন তারা।
এদিকে আটক আকিব মাসুদ বলেন, “ফেসবুকে যেসব পোস্ট শেয়ার করেছি, সেগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্দেশ্যে নয়। জুলাইয়ের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্লেষণধর্মী লেখা—যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলামের লেখা।”
তিনি আরও বলেন, “আমরা পারিবারিকভাবে রাজনীতিতে যুক্ত থাকলেও সক্রিয় নই। তাছাড়া জুলাইয়ের হত্যাযজ্ঞ দেখে আমিও গণহত্যার পক্ষে ছিলাম না।”
এ বিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা থানায় সোপর্দ করেছি। বিষয়টি আইন–শৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে।”
সদ্য সংবাদ/ এস. এম. শাহরিয়ার স্বাধীন



























