ইবিতে জুলাই বিপ্লবে বিরোধিতাকারী আরও ৭ শিক্ষক সাময়িক বরখাস্ত
জুলাই অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরও সাত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন ও অধ্যাপক ড. বাকি বিল্লাহ; ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা বানু; হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান; এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।
রবিবার (১৬ নভেম্বর) ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক সাতটি অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই–আগস্ট বিপ্লবকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লববিরোধী ভূমিকা চিহ্নিত করতে ভাইস–চ্যান্সেলর (ভিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আপনার বিরুদ্ধে এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এর পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩ নম্বর সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের তারিখ থেকে আপনাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনাকে জীবনধারণ ভাতা প্রদান করা হবে।
সদ্য সংবাদ/ এস. এম. শাহরিয়ার স্বাধীন



























