শেখ হাসিনাসহ আসামিদের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি করেছে।
রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজি এম এইচ তামিম। তিনি জানান, তারা ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছেন এবং একই সঙ্গে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলার ভিকটিম ও শহীদদের পরিবার এবং আহতদের হস্তান্তরের প্রার্থনা জানিয়েছেন।
প্রসিকিউটর বলেন, প্রমাণের ভিত্তিতে তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছেন। তিনি আরও জানান, ট্রাইব্যুনাল রায় ঘোষণার যে অংশগুলো এখানে পড়বে, তা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং এর সঙ্গে চুক্তিবদ্ধ সংস্থা ও দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবে।
আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এটি আইনে সংজ্ঞায়িত। একজন মানুষের প্রাণের বিনিময়ে কখনও পূর্ণতা পাওয়া সম্ভব নয়, তবে রাষ্ট্র মাঝে মাঝে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যে এমন ব্যবস্থা করে থাকে। এই ট্রাইব্যুনালেও আর্থিক ক্ষতিপূরণের বিধান রয়েছে, এজন্য এই দাবি করা হয়েছে।



























