সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:৫৬, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ২৩:৩১, ১৬ নভেম্বর ২০২৫

শেখ হাসিনাসহ আসামিদের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

শেখ হাসিনাসহ আসামিদের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি করেছে।

রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজি এম এইচ তামিম। তিনি জানান, তারা ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছেন এবং একই সঙ্গে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলার ভিকটিম ও শহীদদের পরিবার এবং আহতদের হস্তান্তরের প্রার্থনা জানিয়েছেন।

প্রসিকিউটর বলেন, প্রমাণের ভিত্তিতে তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছেন। তিনি আরও জানান, ট্রাইব্যুনাল রায় ঘোষণার যে অংশগুলো এখানে পড়বে, তা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং এর সঙ্গে চুক্তিবদ্ধ সংস্থা ও দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবে।

আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এটি আইনে সংজ্ঞায়িত। একজন মানুষের প্রাণের বিনিময়ে কখনও পূর্ণতা পাওয়া সম্ভব নয়, তবে রাষ্ট্র মাঝে মাঝে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যে এমন ব্যবস্থা করে থাকে। এই ট্রাইব্যুনালেও আর্থিক ক্ষতিপূরণের বিধান রয়েছে, এজন্য এই দাবি করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: