সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ১৭ নভেম্বর ২০২৫

হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে আটক করল র‌্যাব–১

হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে আটক করল র‌্যাব–১
ছবি: সংগৃহীত

গাজীপুরে গৃহবধূ রহিমা খাতুনকে গলা কেটে হত্যার ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১। শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ড স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাতে গাজীপুরের বাইমাইল নওয়াব আলী মার্কেটের ‘একতা ভিলা’র পাঁচতলার ভাড়া বাসায় ঢুকে অজ্ঞাত দুর্বৃত্তরা গৃহবধূ রহিমা খাতুন (৩৮)–কে গলা কেটে হত্যা করে। একই সময় তাঁর স্বামী ইমরান (৩৯)–কে গলা কেটে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর রাতেই নিহতের ভাই মো. আব্দুর রহিম (২৮) কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর থেকেই র‌্যাব–১–এর পোড়াবাড়ি ক্যাম্পের বিশেষায়িত দল ছায়া তদন্ত শুরু করে। ঘটনাটি প্রাথমিকভাবে ক্লুলেস হওয়ায় প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ, মাঠতদন্ত ও গোপন সূত্রের সহায়তায় সন্দিগ্ধদের অবস্থান শনাক্ত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুইজন হলেন—মো. আইনুল ইসলাম ওরফে বুলেট (২২) এবং রাজীব (২০)। আইনুলকে নরসিংদীর মাধবদী থানার আলগী এলাকা এবং রাজীবকে বাগেরহাটের কচুয়া উপজেলার দেপাড়া বাজার এলাকা থেকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে র‌্যাব–১, র‌্যাব–৬ ও র‌্যাব–১১–এর যৌথ দল সমন্বিত এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব–১ কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বলেন, “ঘটনাটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করেছি। কোনো প্রত্যক্ষ সূত্র না থাকা সত্ত্বেও প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও মাঠতদন্ত মিলিয়ে খুব অল্প সময়ের মধ্যেই সন্দিগ্ধদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ হত্যাকাণ্ডে জড়িত কেউই আইনের বাইরে থাকতে পারবে না।”

গ্রেপ্তার দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, মামলার রহস্য উদ্ঘাটনে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: