সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত: ০১:০২, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:০৭, ১৭ নভেম্বর ২০২৫

রাবি ছাত্রলীগের সাবেক নেতার বাড়িতে হামলা, মা-বাবাকে হাতুড়িপেটা

রাবি ছাত্রলীগের সাবেক নেতার বাড়িতে হামলা, মা-বাবাকে হাতুড়িপেটা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে হামলা, ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় বিপ্লবের মা খালেদা বেগম (৫৩) ও বাবা হেলাল উদ্দিন (৬২) হাতুড়ির আঘাতে আহত হন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে প্রায় শতাধিক লোক বাড়ির সামনে জড়ো হয়। মূল ফটকে তালা থাকায় ৩০ থেকে ৪০ জন দেয়াল টপকে ভেতরে ঢুকে দোতলায় গিয়ে বিপ্লবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা ঘরে তাণ্ডব চালায়। তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি এবং অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয়। যাওয়ার সময় নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

হামলার পর পরিবার ৯৯৯-এ ফোন করলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে আসে। পুলিশ বিপ্লবের মা-বাবাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও তারা আতঙ্কের কারণে যেতে পারেননি বলে জানিয়েছে পরিবার।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তারা বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখে এসে অভিযোগ দিতে বললেও পরিবার তা করেনি। তিনি জানান, বিপ্লবের মা-বাবা হালকা আহত হয়েছেন এবং প্রয়োজন হলে পুলিশ সহযোগিতা দিতে প্রস্তুত।

কারা হামলা চালিয়েছে—এ বিষয়ে ওসি জানান, বিপ্লবের বিরোধী পক্ষের লোকজন হামলা করতে পারে। তিনি বলেন, নতুন করে আন্দোলন শুরু হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত বিষয়: