রাজশাহীতে নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড. আসিফ নজরুল বলেন, “টিটিসিতে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছেন, দেখে খুব ভালো লাগল। রাজশাহী শহরটা সত্যিই খুব সুন্দর ও পরিচ্ছন্ন। রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি।”