রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:৩৬, ৮ নভেম্বর ২০২৫

রাজশাহীতে নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি

রাজশাহীতে নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি
ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড. আসিফ নজরুল বলেন, “টিটিসিতে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছেন, দেখে খুব ভালো লাগল। রাজশাহী শহরটা সত্যিই খুব সুন্দর ও পরিচ্ছন্ন। রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি।”

তবে এক পর্যায়ে সাংবাদিকরা যখন নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করেন, তখন তিনি তা এড়িয়ে গিয়ে বলেন,“ওই ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এসেছি টিটিসি দেখতে। আগামীকাল লিগ্যাল অফিসে যাব, কোর্টে—এই দুইটা কাজে এসেছি। পরে কথা হবে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসক আফিয়া আখতার, টিটিসি কর্তৃপক্ষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ