রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ৯ নভেম্বর ২০২৫

তরুণ-যুবককে একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা হবে: মীর স্নিগ্ধ

তরুণ-যুবককে একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা হবে: মীর স্নিগ্ধ
ছবি: প্রতিনিধি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবককে একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা হবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমানের যমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, আমার ভাই মুগ্ধ ১৮ আগস্ট শহীদ হন। কবরস্থান না থাকার কারণে আমরা নিরাপদ জায়গায় লাশ দাফন করি। পুলিশ ও আওয়ামী লীগের হুমকি-ধামকির মধ্যেও আমরা আন্দোলন থেকে সরে যাইনি।’

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে এ কথা বলেন তিনি ।

মীর স্নিগ্ধ সমাবেশে বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে। স্বৈরাচার হাসিনা গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে এসেছে। কিন্তু জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক হবে।"

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মীর সিমান্ত এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মীর স্নিগ্ধ আরও বলেন, "শহীদ জিয়ার পরিবারের জন্য বগুড়া একটি পুণ্যভূমি। মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এবং ২০ হাজার মানুষকে আহত করেছে। বিএনপিতে যোগ দেওয়ার মূল অনুপ্রেরণা হলো বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও আদর্শ।"

সমাবেশের আগে মীর স্নিগ্ধ শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করেন এবং হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) এর মাজার জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মহাস্থানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন তার আগেই মীর স্নিগ্ধকে ফুলেল শুভেচ্ছা জানায়। সমাবেশস্থলে হাজারো ছাত্র-জনতা মিছিল এবং ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে তাঁকে বরণ করে নেয়।

সর্বশেষ