গাজীপুরে ককটেল বিস্ফোরণ
গাজীপুরের টঙ্গীতে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার আগের রাতে ককটেল সদৃশ একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী স্টেশন রোডে ট্রাফিক পুলিশ বক্সের পাশে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
স্থানীয়রা জানান, বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা টঙ্গী–ঘোড়াশাল সড়কের দিকে ককটেল ছুড়ে মারে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের কাছের পুলিশ চেকপোস্টের দায়িত্বে থাকা সদস্যরা পরে বিস্ফোরিত বস্তুর আলামত সংগ্রহ করেন।
জিএমপির টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, “৫ আগস্টের আগে থানা থেকে গায়েব হয়ে যাওয়া একটি সাউন্ড গ্রেনেড কে বা কারা ঘোড়াশাল সড়কের দিকে নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।”
সদ্য সংবাদ/ এম এইচ হৃদয় খান



























