গাজীপুরে পেট্রোল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার
গাজীপুর মহানগরীর টঙ্গীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে পেট্রোল বোমাসহ দুই যুবককে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার রাত দেড়টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মুন্নু গেইট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজধানীর তুরাগ থানার হরিরামপুর এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে মো. মবিন (২৫) এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার সুনাপুর এলাকার দুলালের ছেলে মো. আব্দুর রহিম (৩২)।
জিএমপি জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় পুলিশ তাদের দেহতল্লাশি করে দুটি পেট্রোল বোমা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে আরও কয়েকজন সহযোগীর সঙ্গে টঙ্গী এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। এ পরিকল্পনার উদ্দেশ্য ছিল জনমনে আতঙ্ক সৃষ্টি করা।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/ এম. এইচ. হৃদয় খান



























