মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাকে ধাক্কা বাসের, নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন।
প্রত্যক্ষদর্শী মুমিন জানান, চট্টগ্রামমুখী বাসটি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে দাঁড়ানো ড্রাম ট্রাকটিতে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে অনেকজন আহত ও নিহত হন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ শুরু করে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি লাশ উদ্ধার করেছেন এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান জানান, এ পর্যন্ত ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।



























