রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:২৭, ১৬ নভেম্বর ২০২৫

পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত সেই শিক্ষিকার মৃত্যু

পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত সেই শিক্ষিকার মৃত্যু
ছবি: সংগৃহীত

দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা মারা গেছেন। রোববার (১৬ নভেম্বর) সকালে ঢাকার মিরপুরের অলক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শিক্ষিকার নাম ফাতেমা আক্তার। তিনি চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। দুই সন্তানের এই শিক্ষিকার স্বামীর নাম ডিএম সোলায়মান।

আন্দোলনে থাকা শিক্ষকরা জানান, সহকারী শিক্ষকদের দাবি আদায়ে শাহবাগে কলম বিরতির কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ফাতেমা আক্তার। সাইফুল ইসলাম নামের আরেক শিক্ষক বলেন, গত ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ধীরে ধীরে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। শেষ পর্যন্ত রবিবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সাউন্ড গ্রেনেডের তীব্র শব্দে আঘাত পেয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে তারা জানতে পারেন। সংগঠনের নেতারা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির (শাহীন–লিপি) নেত্রী খায়রুন নাহার লিপিও ফাতেমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাতেই চাঁদপুরের উত্তর মতলব উপজেলায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সম্পর্কিত বিষয়: