রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ১৬ নভেম্বর ২০২৫

ইবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যান পরিষদের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ইবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যান পরিষদের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
ছবি: সদ্য সংবাদ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের প্রোগ্রাম অর্গানাইজার মো. আল-আমিন মোল্লা বলেন, 'আজকের এই কর্মসূচিতে আমরা সার্বিক সহযোগিতা করেছি। রক্তদান একটি মানবিক কাজ। এদেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। তাদের সহযোগিতার জন্য আমরা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করি এবং রক্ত সংগ্রহ করি।'

এ বিষয়ে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ-সম্পাদক মেহেদী হাসান বলেন, 'আমরা দ্বিতীয় বারের মত ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। গতবার জুলাই শহীদদের স্মরণে আমরা এ আয়োজন করেছিলাম। আজকে আমাদের ময়মংসিংহ জেলার ছোট বোন সুমাইয়া শারমিন শান্তার স্মরণে আমরা এ আয়োজন করেছি।'

তিনি আরও বলেন, 'রক্তদানের মত উত্তম ইবাদত আর নেই। শান্তার স্মরণে কী করা যায়, সেই ভাবনা থেকেই আমরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের সাথে যোগাযোগ করে এ আয়োজন করি।'

প্রসঙ্গত, সুমাইয়া শারমিন শান্তা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত ২১ জুন ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমটি

সর্বশেষ