রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:১০, ১৬ নভেম্বর ২০২৫

তেজগাঁও ২৬নং ওয়ার্ডে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন ৪ শতাধিক মানুষ

তেজগাঁও ২৬নং ওয়ার্ডে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন ৪ শতাধিক মানুষ
ছবি: সদ্য সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মৌলিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ঢাকা মহানগর উত্তর, তেজগাঁও থানাধীন ২৬নং ওয়ার্ডের তেজজুরি বাজার এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে  নারী, শিশু, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

রোববার (১৬ নভেম্বর) ওয়ার্ড বিএনপির সদস্য কামাল মাহমুদের উদ্যোগে আব্দুল হালিম কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে নাক-কান-গলা, চক্ষু, দাঁত, মেডিসিন, চর্ম রোগীদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা-১২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম নীরব।

সাইফুল আলম নীরব বলেন, 'এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়, সেটাই বিএনপির পক্ষ থেকে আমাদের মূল লক্ষ্য।'

আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আবু জাফর পাটোয়ারীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম রবিন, ভিপি দুলাল, তারিকুল ইসলাম বাহালুল, বাপ্পি সহ ২৬নং ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা।

কাজী জাহিদ আহম্মেদ/এমটি

সর্বশেষ