তেজগাঁও ২৬নং ওয়ার্ডে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন ৪ শতাধিক মানুষ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মৌলিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ঢাকা মহানগর উত্তর, তেজগাঁও থানাধীন ২৬নং ওয়ার্ডের তেজজুরি বাজার এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে নারী, শিশু, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
রোববার (১৬ নভেম্বর) ওয়ার্ড বিএনপির সদস্য কামাল মাহমুদের উদ্যোগে আব্দুল হালিম কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে নাক-কান-গলা, চক্ষু, দাঁত, মেডিসিন, চর্ম রোগীদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা-১২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম নীরব।
সাইফুল আলম নীরব বলেন, 'এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়, সেটাই বিএনপির পক্ষ থেকে আমাদের মূল লক্ষ্য।'
আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
আবু জাফর পাটোয়ারীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম রবিন, ভিপি দুলাল, তারিকুল ইসলাম বাহালুল, বাপ্পি সহ ২৬নং ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা।
কাজী জাহিদ আহম্মেদ/এমটি



























