শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ঢাকা

ঢাকা

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ বনানী পুলিশ; পুলিশের সোর্সই মাদক কারবারি

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ বনানী পুলিশ; পুলিশের সোর্সই মাদক কারবারি

রাজধানীর বনানী এলাকায় মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ পুরোপুরি ব্যর্থ। চারদিকে মাদক ব্যবসায়ীদের অবাধ বিচরণ। অলিতে-গলিতে হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে যুবসমাজের মাঝে। যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অভিযোগ আছে, বনানী থানার বর্তমান ওসি মো. রাসেল সারোয়ার মাদক নিয়ন্ত্রণে কোনো গুরুত্বই দিচ্ছেন না। মাদক ব্যবসায়ীদের ধরতে নেই কোনো অভিযান বা উল্লেখযোগ্য কোন ভূমিকা। উল্টো, পুলিশের সোর্সদের যোগসাজশেই পরিচালিত হচ্ছে মাদক ব্যাবসা। কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন, বর্তমানে মিথ্যা মামলায় নিরীহ মানুষকে ফাঁসানোর শীর্ষে রয়েছে বনানী থানা।

স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামি সুমন গ্রেফতার

স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামি সুমন গ্রেফতার

র‍্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যা মামলার অন্যতম আসামী সুমনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ফতুল্লা কাঠেরপুল এলাকায় নিজ বাসভবন থেকে আসামী সুমনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১ অফিসার মো. গোলাম মোর্শেদ। নিহত মামুনের স্ত্রী জানান, গত বছরের ১১ সেপ্টেম্বর ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় মামুনের নেতৃত্বে সন্ত্রাস, মাদক এবং নৈরাজ্যের বিরুদ্ধে একটি মিছিল বের হয়। ওই মিছিলে যুবলীগ ক্যাডার আকতার, সুমন ও তাদের সহযোগী সন্ত্রাসীরা গুলি চালায়। যদিও সে সময় মামুন বেঁচে যান, এরপর থেকেই আকতার ও সুমন তার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকাস্থ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ছিল বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীদের। অনুষ্ঠানে কিশোরগঞ্জের কৃতি সন্তান ও বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বেকার যুবকদের উন্নয়ন, সমাজে পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের সেচ্ছলতা বৃদ্ধি, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অবকাঠামোগত অগ্রগতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

ঢাবিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাবিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা ধারণা করছেন, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে নিক্ষেপ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে আছি। একজন পথচারী আহত হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ যাচাই করছি এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”