শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৮, ১৪ নভেম্বর ২০২৫

স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামি সুমন গ্রেফতার

স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামি সুমন গ্রেফতার
ছবি: সদ্য সংবাদ

র‍্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যা মামলার অন্যতম আসামী সুমনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ফতুল্লা কাঠেরপুল এলাকায় নিজ বাসভবন থেকে আসামী সুমনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১ অফিসার মো. গোলাম মোর্শেদ।

নিহত মামুনের স্ত্রী জানান, গত বছরের ১১ সেপ্টেম্বর ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় মামুনের নেতৃত্বে সন্ত্রাস, মাদক এবং নৈরাজ্যের বিরুদ্ধে একটি মিছিল বের হয়। ওই মিছিলে যুবলীগ ক্যাডার আকতার, সুমন ও তাদের সহযোগী সন্ত্রাসীরা গুলি চালায়। যদিও সে সময় মামুন বেঁচে যান, এরপর থেকেই আকতার ও সুমন তার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে।

সেই ধারাবাহিকতায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভোরে আকতারসহ অন্যান্য আসামীরা মামুনকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে বলে জানান নিহতের স্ত্রী।

ঘটনার পর নিহতের স্ত্রী ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

ফতুল্লা থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, 'আজ বিকালে আসামীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছি। এ সময় র‍্যাব-১১ আমাদের সঙ্গে ছিল।'

আব্দুল্লাহ সরকার/এমটি