মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর থেকেই তারা বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলে আসছেন। তিনি বলেন, যে কাঠামোয় এ দেশ চলছে, তা আর গ্রহণযোগ্য নয়। পুরনো ‘মাফিয়া সিস্টেম’ থেকে বেরিয়ে আসতে হবে। সেই ব্যবস্থার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, এবং এই পুরনো খেলার অংশ হতে তারা রাজি নন।