রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ৮ নভেম্বর ২০২৫

সাংবাদিকদের মারধরের ঘটনায় জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বহিস্কার

সাংবাদিকদের মারধরের ঘটনায় জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বহিস্কার

জাতীয়তাবাদী কৃষকদলের দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৮ নভেম্বর) কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর সিদ্ধান্ত অনুমোদন এবং দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত ৮ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় তিন সংবাদকর্মীকে দুই ঘন্টা আটকে মারধর করা হয়। এসময় হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়।

৬ নভেম্বর বিকেলে আহত জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ খান শাহাদাত হোসেনকে (৬০) প্রধান আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। এরপর ৬ নভেম্বর সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সদ্য সংবাদ/ আবদুল্লাহ সরকার

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ